জামালগঞ্জে উপজেলা প্রশাসন কর্তৃক নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালন

মো. বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ভবন সামনে শহীদ শেখ রাসেলের প্রকৃতিতে ফুল ও শ্রদ্ধা নিবেদনের পর উপজেলার প্রধান প্রধান সড়কে একটি র্যালী শেষে নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামিমা আক্তার খানম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস, মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফ, উপজেলা স্থানীয় প্রকৌশলী আঃ মালেক, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম রাব্বি জাহান, সাচনা বাজার ইউপি সচিব নূরুল আমিন, উত্তর ইউপি সচিব প্রদীপ কুমার রায়, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি মো ওয়ালী উল্লাহ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. জালাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।