জৈন্তাপুর পুলিশের অভিযান: ভারতীয় চিনিসহ আটক-২

জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুর চোরাচালান রোধের অংশ হিসাবে পুলিশের অভিযানে ২০ বস্তা ভারতীয় চিনি সহ ২জনকে আটক করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে জানায়, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম পিপিএম এর দিক নির্দেশনায় ১৭ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ০২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিত্বে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মহিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ নিজপাট ইউনিয়নের মাঝের বিল এলাকা দিয়ে ভারতীয় চিনি নিয়ে সারিঘাট এলাকায় পৌছালে পুলিশ ২০ বস্তা ভারতীয় চিনি সহ ২জনকে আটক করে। আটককৃতরা হল দরবস্ত গ্রামের জিয়াউল হকের ছেলে শিব্বির (২২) কাজির পাতন গ্রামের হাসান আহমেদ এর ছেলে মাহবুব (২২) কে আটক করে। এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম পিপিএম বলেন, চোরাচালান রোধে থানা পুলিশ অভিযান পরিচালনা করছে ৷
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ৷ চোরাচালান রোধে এলাকাবাসী পুলিশকে সটিক তথ্য দিয়ে সহায়তার আহবান জানান ৷ তিনি তথ্য গোপন রেখে আইনগত ব্যবস্থা নিবেন ৷