দুর্গাপূজা উপলক্ষে সিসিকের ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু
দৈনিকসিলেট প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশন এলাকায় ২৪ ঘণ্টা জরুরি সেবা নিশ্চিতে নগর ভবনে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) থেকে মঙ্গলবার (২৪ অক্টোবর) পর্যন্ত সার্বক্ষণিক জরুরি সেবা নিশ্চিতে সিসিকে একটি কন্ট্রোল রুম খোলা থাকবে।
নগর ভবনের ১০৭ নম্বর কক্ষে স্থাপিত কন্ট্রোল রুমের সার্বিক তত্ত্বাবধান করবেন সিসিকের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান।
পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সিলেট সিটি করপোরেশন এলাকার রাস্তাঘাটে রাখা নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে এবং নগরের রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং, ফুটপাত দখলমুক্ত রেখে পথচারীদের চলাচল বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের আহ্বানও জানান সিসিক মেয়র।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন