৭ এপিবিএন’র অভিযানে অবৈধ বিদেশি সিগারেটসহ আ*ট*ক ১
দৈনিকসিলেট প্রতিবেদক
৭ এপিবিএন এর অভিযানে খাগড়াছড়ি থেকে ১৩ লক্ষ টাকার অবৈধ বিদেশি সিগারেটসহ একজন আটক করা হয়েছে।
রোববার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম নির্দেশনায়, সহ-অধিনায়ক পুলিশ সুপার কাজী মোঃ আব্দুর রহীম এর তত্ত্বাবধানে, সহকারী পুলিশ সুপার আবু হাসান মোঃ যায়ীদ ও সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তফা হারুন এর নেতৃত্বে খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর থানা এলাকার হ্যাডম্যানপাড়া, পেরাছড়া এলাকার রনি চাকমা এর বসত ঘরে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটকৃত নলেজ চাকমা (২১) খাগড়াছড়ি সদর থানার পেরাছড়া, হ্যাডম্যানপাড়া গ্রামের রনি চাকমার ছেলে।
এসময় তাদের কাছ থেকে লাল রংয়ের (Mond Strawberry) লেখা মোট ৪৫০ (চারশত পঞ্চাশ) কার্টুন সিগারেট এবং সবুজ রংয়ের (Mond Green Apple) লেখা মোট দুইশত কার্টুন সর্ব মোট ৬৫০ কার্টুন আমদানী নিষিদ্ধ বিদেশি সিগারেট যার বাজার মূল প্রায় তের লক্ষ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ খায়রুল ইসলাম বাদী হয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর থানায় ধৃত ও অজ্ঞাতনামা পলাতক আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।