এসএমপিতে ফের আসছেন বি. এম. আশরাফ উল্যাহ তাহের

দৈনিকসিলেটডেস্ক
সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে যোগদান করবেন বি. এম. আশরাফ উল্যাহ তাহের।
বুধবার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাকে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জ্যেষ্ঠ সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।
তিনি বর্তমানে বরিশাল মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এরআগে তিনি সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের ২৯ আগস্ট পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার (এসপি) বি এম আশরাফ উল্যাহ তাহেরকে এসএমপি থেকে বরিশাল মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়।
এদিকে বুধবার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একই আদেশে সিলেট ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি কাজী মো. আবদুর রহীমকে অ্যান্টি টেররিজম ইউনিটে বদলি করা হয়েছে।
এছাড়াও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার আরও ১৩জন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।