স্লোগানে মুখরিত নয়াপল্টন
দৈনিকসিলেটডেস্ক
‘কে বলেরে জিয়া নাই, জিয়া ছাড়া উপায় নাই।অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দাবি এক, দফা এক, শেখ হাসিনার পদত্যাগ’— বিএনপি কর্মীদের এসব স্লোগানে মুখরিত দলটির নয়াপল্টনের কার্যালয়ের সামনে সড়ক। সড়কে হাজারো মানুষ। মানুষের ভিড়ে ফকিরাপুল থেকে কাকরাইলমুখী সড়কে যান চলাচল সীমিত আছে, তবে যানবাহন চলছে।
জড়ো হওয়া বিএনপির নেতা–কর্মীদের অধিকাংশই ঢাকার বাইরের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে আসা।
সমাবেশস্থলে রায়ট কার, জলকামান ও প্রিজন ভ্যানসহ পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে সমবেত নেতা–কর্মীদের বারবার অনুরোধ করা হচ্ছে যেন তারা রাস্তা সচল রাখেন। নেতা–কর্মীদের উদ্দেশে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকেও হ্যান্ডমাইকে একই অনুরোধ করা হচ্ছে। নেতা–কর্মীদের কার্যালয়ের সামনে থেকে সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।
রাত ৮টার পর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিএনপিকে সমাবেশের আনুষ্ঠানিক অনুমতি দেওয়ার পর নেতা–কর্মীরা আরও উজ্জীবিত হয়ে ওঠেন। তারা গলা ছেড়ে স্লোগান দিতে থাকেন।
এদিকে, সমাবেশের আগের দিনেই এমন জমায়েত নিয়ে পুলিশ প্রশাসনে উদ্বেগ নেই। সার্বিক পরিস্থিতি নিয়ে ডিএমপি মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এখানে কোনো উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হচ্ছে না। যদি আমরা দেখি এখানে জনশৃঙ্খলা বিঘ্ন হচ্ছে তাহলে ব্যবস্থা নেব। আমি ব্যক্তিগতভাবে কয়েকজন বিএনপির সিনিয়র নেতাদের অনুরোধ করেছি, আপনারা আপনাদের নেতা–কর্মীদের নিয়ন্ত্রণ করেন, যাতে যানচলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। তাঁরাও আমাদের জানিয়েছেন, তাঁরা নেতা–কর্মীদের পার্টি অফিসের সামনে থেকে সরানোর ব্যবস্থা নিচ্ছেন। বিএনপির সিনিয়র নেতারা ইতিবাচক ভাবে আমাদের কথায় সাড়া দিয়েছেন।’
বর্তমানে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়া কোনো জ্যেষ্ঠ নেতাকে দেখা যাচ্ছে না। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। তারা বেরিয়ে যাওয়ার সময় সমবেত নেতা–কর্মীদের শান্ত থেকে রাস্তা সচল রাখার অনুরোধ জানিয়ে গেছেন। এদিকে সড়কে পুলিশি তল্লাশি ও চেকপোস্ট বসিয়ে সতর্ক পাহারা এড়াতে সবজি বিক্রেতা, রোগী ও রোগীর স্বজন–শুভাকাঙ্ক্ষী, ভিসা নবায়ন—এমন নানা কথা বলে কৌশলে সমাবেশে এসেছেন বলে জানিয়েছেন বিএনপির তৃণমূলের কয়েকজন নেতা–কর্মী। এসেছেন অনেক সমর্থকও।
সূত্র:আমাদেরসময়