বিএনপি-জামায়াতের হরতাল, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ

দৈনিকসিলেটডটকম
বিএনপি-জামায়াতের হরতালকে কেন্দ্র করে সিলেটে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির সমাবেশ পন্ড হয়াকে কেন্দ্র করে এবং পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনার পর সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় দল দুইটি।
আজ রবিবার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে সারা দেশের মতো সিলেটে হরতাল শুরু হলেও সমর্থকদের কোন কোনো তৎপরতা সকাল ৮টা পর্যন্ত দেখা যায়নি। সেই সাথে কোন অপ্রীতিকর ঘটনারও খবর পাওয়া যায়নি। নগরীতে সিএনজি অটোরিকশা এবং রিকশা সীমিত আকারে চলাচল করছে। সিলেট বাস টার্মিনাল থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক।
সিলেটে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ভোর থেকে সিলেটের গুরুত্বপূর্ণ সকল রাস্তা ও মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাশাপাশি বিশেষ টিম ‘ক্রাইসিস রেন্সপন্স টিম- সিআরটি’ রয়েছে মাঠে।
এদিকে হরতালের নামে নৈরাজ্য করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সিলেট মহানগর পুলিশের (এস এমপি) কমিশনার মো. ইলিয়াস শরীফ ইলিয়াছ।