সিলেটে গাছ ফেলে রাস্তা অবরোধের চেষ্টা আটক ৩
দৈনিক সিলেট ডট কম
বিএনপি-জামায়াতের তিন দিনের রাজপথ, রেলপথ ও নৌ-পথ বন্ধ অবরোধ কর্মসূচির সোমবার দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়েছে। এ অবরোধ আগামী বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত দেশব্যাপী চলবে।
সিলেটে অবরোধ সমর্থনকারী বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ভোর থেকেই মাঠে রয়েছে।
সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমার গালিমপুর এলাকায় চান্দাইমুখীর রাস্তার মুখে বাইপাস সড়কে অবস্থান নিয়ে বিএনপি-ছাত্রদলের নেতা কর্মীরা রাস্তা অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ৩ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ২জনের নাম জানা গেছে এরা হলেন মিজানুর রহমান ও সাবুল মিয়া। দুই জনই বিএনপির কর্মী।দৈনিকসিলেটকে এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপির উপ-পুলিশ কমিশনার মোঃ আজবাহার আলী শেখ পিপিএম।
সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে স্লোগান দিতে থাকে বিএনপি-ছাত্রদলের নেতা কর্মীরা। এসময় একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে অবরোধকারীরা।
যখনই কোন গাড়ি দেখতে পায় তারা তাকে ধাওয়া দিচ্ছে। এসময় পুলিশের সাথে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছে বিজিবি। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।