শাবি’তে জ্যোতির্ময়ী জগন্মাতা মহাশক্তির বন্দনায় ‘সনাতন বিদ্যার্থী সংসদ’

দৈনিকসিলেটডটকম
সনাতন বিদ্যার্থী সংসদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সিলেট শাখার আয়োজনে গত ১২ই নভেম্বর’২৩
উদযাপিত হয়ে গেল সনাতনধর্মাবলম্ভীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দীপাবলি। একই সাথে সবিসের উদ্যোগেই ২২ এর পিঠে চড়ে ২৩ এ অনুষ্ঠিত হল “শ্রী শ্রী শ্যামাপুজা”।
১২ই নভেম্বর রোজ রবিবার গৌধূলীর ক্রান্তিলগ্নেই শাবিপ্রবির সম্মানিত শিক্ষকবৃন্দ,বিশ্ববিদ্যালয়ের বিদ্যার্থী ও কর্মকর্তা কর্মচারী সকলেই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন। উৎসবের এক পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা ও শুভেচ্ছা বক্তব্যে সবিস শাবিপ্রবি শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শ্রী হিমাদ্রী শেখর রায় বলেন, দীপাবলি যেমন আমাদের অন্ধকার হইতে আলোর পথে নিয়ে আসে,অসত্য হইতে সত্যের পথে আনে,তেমনি সনাতন বিদ্যার্থী সংসদ সনাতনীদের শুদ্ধ পারমার্থিক পথ প্রশস্তে অদ্বিতীয় সংগঠন। সংক্ষিপ্ত বক্তব্যে সবিস শাবিপ্রবি শাখার অন্যতম প্রধান উপদেষ্টা ড. শ্রীমতি চন্দ্রাণী নাগ বলেন, আজকের দিনেই সনাতন বিদ্যার্থী সংসদের জন্ম হয় সনাতনধর্মের অজ্ঞতা,কুসংস্কার দূর করে আলোর পথে অগ্রসর হওয়ার নিমিত্তে। তারই ধারাবাহিকতায় শাবির সনাতন বিদ্যার্থী সংসদ কাজ করে যাচ্ছে নিরলসভাবে।
সনাতন বিদ্যার্থী সংসদ,শাবিপ্রবি শাখার সভাপতি শ্রী উৎপল রায় জানান ২০২২ সালে শ্রী শ্রী শ্যামাপুজা আরম্ভ হয় যার পদচারণা অনুসরণে ২০২৩ সালেও অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী শ্যামাপুজা অনুষ্ঠিত হয়। একই সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী দিপুরাম রায় জানান, দীপাবলি উৎসব ও শ্যামাপুজায় আমাদের বিদ্যার্থীরা দিনরাত পরিশ্রম করে এত সুন্দর একটি উৎসব আয়োজন করেছে যার জন্য আমরা তাদের প্রতি ভক্তিপূর্ণ কৃতজ্ঞ।
এবারের শাবির দীপাবলি উৎসব উদযাপন পরিষদ ২০২৩ এর আহবায়ক শ্রী স্বপ্নীল দাস জানান,আমরা দীপাবলি উৎসবের পাশাপাশি কার্ত্তিক মাস বা দামোদর মাস উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রদীপ দেখানোর ব্যবস্থা করেছি। ভক্তগণ অত্যন্ত সুশৃঙ্খলভাবে ধর্মীয় বিধিবিধান মতে তা সম্পন্ন করে।
শাবির শ্রী শ্রী শ্যামাপুজা উদযাপন পরিষদ ২০২৩ এর আহবায়ক শ্রী প্রদীপ পাশী পুজার আয়োজন নিয়ে জানান,এবার শ্যামাপুজায় অঞ্জলিদানের পর পরই প্রায় ৩০০ জন পুর্ণ্যার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করেছি। তিনি আরও জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দের আন্তরিকতা এবং বিশেষ করে আমাদের মাননীয় ভিসি মহোদয় অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ স্যার আমাদের সর্বাত্তক সহযোগিতা করেছেন যার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয় স্যার ও ছাত্রনির্দেশনা পরিচালক স্যারের প্রতি বিশেষ ধন্যবাদজ্ঞাপন করি আমাদের পুজা ও উৎসবে প্রশাসনিক সকল সুবিধা প্রদান করায়। পরিশেষে সনাতন বিদ্যার্থী সংসদ,শাবিপ্রবি শাখার পক্ষ থেকে সকল পুর্ণ্যার্থীদের শুভ দীপাবলির শুভেচ্ছা ও প্রণাম জানানো হয়েছে।
তথ্য ও সূত্র: SVS SUST