কোম্পানীগঞ্জে দুই পক্ষের সং ঘ র্ষে আ হ ত ২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার লাছুখাল বাজারে এ ঘটনা ঘটে।
দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এনামুল হক ও রফিক মিয়া নামের দুই জন আহত হয়ে কোম্পানীগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায় সিলেট কোর্টে বিচারাধীন একটি মামলার বিষয়ে পূর্ব শত্রুতার জেরে এনামুল হক ও রফিক মিয়ার মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ে মারামারিতে লিপ্ত হয়ে পড়লে খবর পেয়ে দুই পক্ষের লোকজন আসলে সংঘর্ষ হয়। তবে স্থানীয় মানুষ ও থানা পুলিশের হস্তক্ষেপে বড় ধরণের একটি সংঘর্ষ থেমে যায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথেই থানা পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এঘটনায় কেউ লিখিত অভিযোগ করে নাই অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।