জৈন্তাপুর সীমান্তে পুলিশের অভিযানের একজন আটক, ১০টি গরু উদ্ধার
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর সীমান্তের বিভিন্ন স্থানে সোমবার রাতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ১০টি গরু আটক করেছে।
এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযাগে ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের নিজপাট খাসিয়াহাটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু চালান আটক করা হয়।
সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন’র দিক-নিদের্শনায় জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম)’র নেতৃত্বে অফিসার (তদন্ত) আল আমিন সহ পুলিশের একটি ফোর্স পৃথক অভিযান পরিচালনা করেন।
ভারতীয় চোরাচালান ব্যবসার সাথে জড়িত থাকায় অভিযাগে উপজেলার কমলাবাড়ি গ্রামের বিল্লাল মিয়ার পুএ সুমন আহমদ (১৯) কে আটক করে। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ১ টি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) বলেন, গোপন সংবাদ পেয়ে আমরা ভোর রাতে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেছি। তিনি জানান,জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ব্যবসা বন্ধে পুলিশ সহ আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী অপরাধ নিয়ন্ত্রনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অবৈধ ভাবে ভারতীয় গরু-মহিষ চিনি, মাদক সহ নানা পন্য আসা বন্ধ করতে এবং এই ব্যবসার সাথে জড়িত চোরাকারবারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি জানান, সীমান্ত চোরাচালান ব্যবসা বন্ধ ও প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী’র পাশাপাশি সমাজের সচেতন মহলের সহযোগিতা করা প্রয়োজন। চোরাচালান ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশ-কে সহযোগিতা করার আহবান জানান।