সিলেট-তামাবিল সড়কে বাস-অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নি-হ-ত
দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেটের জৈন্তাপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশা চালক।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে উপজেলার কাটাগাঙ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সদর উপজেলার খাদিমপাড়া ৩ নম্বর রোড এলাকার প্রয়াত হযরত আলীর ছেলে বাদশা মিয়া (৬০) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৫০)। আহত অটোরিকশা চালক মিজানুর রহমান (২৫) একই এলাকার তাজুল ইসলামের ছেলে। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি জাহিদ হাসান বলেন, সকালে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ও চালক আহত হন।
স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রোকেয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাদশাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি।
দুর্ঘটনার পর বাস ও অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।