ব্যারিষ্টার সুমনকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন কে মন্ত্রী করার দাবিতে মানববন্ধন আয়োজন করেন মাধবপুরবাসী।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিট ঢাকা-সিলেট মহাসড়ককের পাশে মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে সুমনকে মন্ত্রী করার দাবিতে মানববন্ধন করা হয়।
এসময় মানববন্ধনে সুমন কে মন্ত্রী করার দাবিতে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র শাহ মোঃ মুসলিম, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য মোঃ বসির মিয়া, পৌর আওয়ামিলীগ নেতা ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শাহ মোঃ জয়নাল, সাবেক তরুণ লীগের সভাপতি রফিক ভূইয়া, মাওলানা জাকিউর রহমান, বরকত আলী, মোঃ সিরাজ মিয়া, মোঃ মুজাহিদ সহ অনেকেই এসময় শত শত জনসাধারণ মানুষ উপস্থিত ছিলেন।