সিলেটের ছাদকৃষি গ্রুপের উদ্যোগে গাছ বিতরণ
দৈনিকসিলেটডটকম
সিলেটের ছাদকৃষি গ্রুপের উদ্যোগে গাছ বিতরণ ও সদস্যদের নিয়ে সবুজের আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকাল সাড়ে চারটায় নগরীর ধোপাদিঘীরপাড় প্রাঙ্গণে সিলেটের ছাদকৃষি গ্রুপের সদস্য এবং উপস্থিত সাধারণ জনগণের মধ্যে বিনামুল্যে পাঁচ শতাধিক ছাদ বাগান এবং ইনডোর গাছ বিতরণ করা হয়েছে।
সিলেটের ছাদকৃষি গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন মো. রিয়াজুর রহমানের পরিচালনায় গাছ বিতরণ ও সবুজের আড্ডা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেট এগ্রিকালচারাল ইনস্টিটিউট (এটিআই) এর অধ্যক্ষ ড. কাজী মোহাম্মদ মজিবুর রহমান। সিলেট ছাদকৃষি গ্রুপের এডমিন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. চন্দ্র কান্ত দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রুপের এডমিন প্যানেল, মডারেটর এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
গাছ বিতরণ পরবর্তী গ্রুপের সদস্যদের নিয়ে সবুজের আড্ডায় ছিল বিভিন্ন মৌসুমী ফলসহ বাসায় তৈরি খাবারের আয়োজন।