অন্তবর্তীকালীন সরকারকে সিলেট অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন
দৈনিকসিলেট ডটকম
ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী দেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় ড. ইউনুসের নেতৃত্বাধীন নবগঠিত অন্তর্র্বতীকালীন সরকারকে এ অভিনন্দন জানানো হয়। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনির পরিচালনায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী কমিটির সদস্য আব্দুল হাসিব প্রমুখ।
সভায় সম্প্রতি পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়াদিগন্তের সিলেট প্রতিনিধি শহীদ সাংবাদিক এ টি এম তুরাব হত্যার বিচার দাবী করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে নিহত শহীদদের স্মরণে এক শোক প্রস্তাব গৃহীত হয়।