জৈন্তাপুর প্রেসক্লাবে সাংবাদিক গোলজারকে ফুলেল শুভেচ্ছা
দৈনিকসিলেট ডেস্ক :
রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর প্রেসক্লাবে আকষ্মিকভাবে পরিদর্শন করতে আসেন সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) ও জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বাসিন্দা সাংবাদিক গোলজার আহমদ হেলাল।
এসময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর প্রেসক্লাবের আজীবন সদস্য এডভোকেট আব্দুল আহাদ, সমাজসেবী মাওলানা আব্দুল খালিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আলতাফ হোসেন বিলাল, সমাজসেবী হোসাইন আহমদ, যুবদল নেতা নুরুল হক, দুলাল হোসেন ও নেওয়াজ শরিফ।
সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক গোলজার আহমদ হেলালকে এসময় জৈন্তাপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, নির্বাহী কমিটির সহ-সভাপতি ইউপি সদস্য সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, সহ-সাধারণ সম্পাদক নিপেশ কুমার দে, সদস্য আবুল হোসেন মো: হানিফ ও ফটোগ্রাফার হোসেন মিয়া।
চমৎকার এই সুন্দর সন্ধ্যায় চায়ের আড্ডায় জৈন্তাপুর উপজেলার সাংবাদিকতার উন্নযন ও বিকাশ এবং উন্নয়ন বঞ্চিত সীমান্ত জনপদ জৈন্তাপুরের জনকল্যাণ ও সার্বিক উন্নয়ন সহ উপজেলার সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পরামর্শ করা হয়।