বিশ্বনাথ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ থেকে
রফিকুল ইসলাম জুবায়েরকে (সিলেটের ডাক) সভাপতি মোহাম্মদ আলী শিপনকে (দৈনিক কালের কন্ঠ) সাধারণ সম্পাদক ও জামাল মিয়াকে (দৈনিক আজকের পত্রিকা ) কোষাধ্যক্ষ করে ২০২৪-২০২৫ সেশনের জন্য নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
শুক্রবার রাতে প্রেসক্লাবের কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ জামাল মিয়ার সঞ্চালনায় ক্লাবের ৪২ তমও বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
এর আগে উক্ত বার্ষিক সাধারণ সভায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় স্থাপন ,সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম জুবায়ের (সিলেটের ডাক),মিজানুর রহমান মিজান (বাংলাদেশ বিচিত্রা ),কাজী মুহাম্মদ জামাল উদ্দিন (দৈনিক জালালাবাদ ), প্রনঞ্জয় বৈদ্য অপু (দৈনিক উত্তর পূর্ব ), শহীদুর রহমান দৈনিক (দেশসেবা ), মোহাম্মদ আলী শিপন (দৈনিক কালের কন্ঠ), মোহাম্মদ নুর উদ্দিন (সিলেটের দিনরাত), মোহাম্মদ আবুল কাসেম (দৈনিক ভোরের কুমিল্লা ), মোহাম্মদ নুরুল ইসলাম (দৈনিক আজকালের খবর), আহমদ আলী হিরন (ভোরের ডাক), শফিকুল ইসলাম (বিশ্বনাথ ডাইজেস্ট ) এবং বার্ষিক সাধারণ সভায় ভিডিও কনফারেন্সে মাধ্যমে যুক্তরাজ্য থেকে অংশ গ্রহণ করেন বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রহমত আলী, সাবেক সভাপতি জাকির হোসেন কয়েছ ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ও কবি আব্দুল কাইয়ুম।