সাংবাদিক আতিকুর রহমান নগরী’র ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি
দৈনিকসিলেট ডেস্ক :
দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার ও সিলেটের বার্তা ২৪.কমের নির্বাহী সম্পাদক আতিকুর রহমান নগরী’র ফেসবুক অ্যাকাউন্ট Atikur Rahman nogory আইডিটি হ্যাক হয়ে গেছে।
এ ঘটনায় আতিকুর রহমান নগরী শুক্রবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) (নম্বর: ১৫৭২) করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন শুক্রবার (৩০জুলাই) রাত ৮টা ২৮ মিনিটে তার আইডি হ্যাক হয়েছে মর্মে ভারতীয় একটি নম্বার (+৯১ ৮৯৫৫০ ৬২১৭৬) থেকে তাকে হোয়াটসঅ্যাপে কল করে ২৫ হাজার টাকা দাবী করে। টাকা দিলে দিলে একাউন্ট ফিরিয়ে দিবে অন্যথায় সে বন্ধু তালিকার সবাইকে ছবি দিয়ে ভিডিও বানিয়ে সেন্ড করবে এমনকি তাদের বিভিন্ন আইডি দিয়ে (যা বাংলাদেশে ব্যবহার হিয়) তাদের বানানো ভিডিও পোস্ট/বুস্ট করে সম্মানহানী ঘটাবে।
এ ব্যাপারে আতিকুর রহমান নগরী বলেন, আমার আইডি থেকে দেশ, রাষ্ট্র ও সমাজ বিরোধী কোনো পোস্ট কিংবা কারো কাছে টাকা দাবী করলে এই দায়ভার তিনি নিবেন না। সবাইকে আপাতত তার আইডি থেকে আসা বার্তা এড়িয়ে যাওয়ার অনুরোধও করেছেন তিনি।