ভারতে ভবন ধসে ৯ জনের প্রাণহানি
দৈনিকসিলেট ডেস্ক :
ভারতের উত্তরপ্রদেশের মিরাটে একটি তিনতলা বাড়ি ধসে এক পরিবারের অন্তত ৯ জন সদস্য নিহত হয়েছে। ওই বাড়িতে আরো চারজন আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে জাকিরনগর এলাকায় এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য মতে, জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী, ফায়ার ব্রিগেড ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছেন।
কর্মকর্তাদের মতে, ভবনটিতে একটি ডেইরি ফার্ম ছিল, দুই ডজনেরও বেশি মহিষও আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
গণমাধ্যমের তথ্যানুযায়ী, ভবনটিতে প্রাথমিকভাবে ১৫ জন আটকা পড়েছিল। যাদের মধ্যে ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাদের ৯ জনই মারা যায়।
নিহতরা হলো-সাজিদ (৪০), তার মেয়ে সানিয়া (১৫), ছেলে সাকিব (১১), সিমরা (দেড় বছর), রিজা (৭), নাফো (৬৩), ফারহানা (২০), আলিসা (১৮) ও আলিয়া (৬)।
মিরাট জোনের অতিরিক্ত মহাপরিচালক ডি কে ঠাকুর, বিভাগীয় কমিশনার সেলভা কুমারী জে, পুলিশের মহাপরিদর্শক নচিকেতা ঝা ও সিনিয়র পুলিশ সুপার ভিপিন টাডাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্ধার অভিযান পর্যবেক্ষণে ঘটনাস্থলে পৌঁছেছেন।
এলাকার রাস্তাগুলো সরু হওয়ায় জেসিবি মেশিন উদ্ধার অভিযানে সহায়তা করতে পারেনি বলে জানিয়েছে গণমাধ্যম।