বিশ্বনাথে সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়
বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিশ্বনাথ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রুবেল মিয়া।
বৃহস্পতিবার (৩ অক্টোবর ) রাতে থানার অফিসার ইনচার্জের( ওসি)কার্যালয়ে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ,কোষাধ্যক্ষ জামাল মিয়া ,সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন ,সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু,সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু,শহীদুর রহমান,সমুজ আহমদ সায়মন,ফারুক আহমদ,সুজিত দেব,বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না ,সাধারন সম্পাদক নবীন সুহেল,সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ,সদস্য সালেহ আহমদ সাকী,সদস্য মিছবাহ উদ্দিন,বদরুল ইসলাম মহসিন,বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ,সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান ,সদস্য মশিউর রহমান ,রাজা মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের (ওসি) রুবেল মিয়া বলেন, বিশ্বনাথ উপজেলা একটি প্রবাসী অধ্যুষিত উপজেলা। এ উপজেলাকে শান্তির জনপদে পরিনত করতে সাংবাদিকসহ সবার সহযোগিতা চাই।
তিনি আরো বলেন, মাদক,জুয়া,চোরাচালানসহ দাদন ব্যবসায়ীদের অত্যাচার নির্মূল, চুরি ,ডাকাতি, ছিনতাই রোধ ও প্রবাসীদের হয়রানী, মানুষের মৌলিক অধিকারসহ সকল বিষয়ে কাজ করতে চায় বিশ্বনাথ থানা পুলিশ। আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও সকল প্রকার অপরাধ নির্মূলে শুধু মাত্র পুলিশের একার পক্ষে সম্ভব। সাংবাদিকদেরও সহযোগিতা প্রয়োজন। এ সময় সাংবাদিকরাও নানা সমস্যার কথা তুলে ধরেন।