সিলেটে বেলার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে প্রচারাভিযান
দৈনিকসিলেট ডেস্ক :
সিলেটে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত সমস্যা বিষয়ে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলার ইমরান আহমদ কারিগরি কলেজে এই প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার।পরে পরিবেশ রক্ষা ও প্লাস্টিকের অপব্যবহার সম্পর্কে ২টি উপস্থাপনা উপস্থাপন করা হয়।
সভায় বক্তব্য রাখেন ইমরান আহমদ কারিগরি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন। উক্ত প্রচারাভিযানে কলেজ গভর্নিং বডির সদস্য, কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারী, একাদশ ও দ্বাদশ শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, আমরা একবার ব্যবহার করবো বলেই প্লাস্টিকের ব্যবহার করি। অথচ একবার ব্যবহার করার পরেই আমরা প্লাস্টিক ফেলে দেই। এই ফেলে দেওয়া প্লাস্টিক আর কখনো পচে না। এটি থেকে যায়। যার কারণে আমাদের পরিবেশ দূষিত হয় আর আমরা এতে করে নানা সমস্যায় পড়ি। এসময় বক্তারা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার করে এর বিকল্প ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এছাড়া এদিন বিকেলে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন রোধে করণীয় বিষয়ে স্থানীয়দের সাথে বেলার দলীয় আলোচনা অনুষ্ঠিত হয়। স্থানীয়রা ধলাই সেতু রক্ষায় সকলের সহযোগিতা কামনা করে বলেন, ধলাই ব্রিজ পূর্ব পাড়ের প্রায় ৫০ হাজার বাসিন্দার যাতায়াতের একমাত্র মাধ্যম। অথচ এই ব্রিজের নিচ থেকে কিছু লুঠেরা বাহিনী দিন ও রাতের আধারে বালু উত্তোলন করে ব্রিজটিকে ধ্বংসের দিকে পতিত করেছে। পূর্ব ধলাই পাড়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ও শিক্ষার মান উন্নয়নে ধলাই ব্রিজের ভূমিকা অপরিসীম। তাই ধলাই ব্রিজ রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।