বুধবার সিলেটে ৯ ঘন্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
দৈনিকসিলেট প্রতিবেদক
বিদ্যুৎ বিভাগের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামীকাল বুধবার ৯ ঘন্টা সিলেটের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের পর সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে এক বিজ্ঞপ্তিতে সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর প্রকৌশলী এ তথ্য জানান।
বিউবো সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯ ঘন্টা মহানগরের ১১ কেভি বিমানবন্দর-২ ফিডারের আওতাধীন ২৩ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসময় লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীচড়া, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও তৎসলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছেন, জরুরি মেরামতকাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তাঁরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।