ভুয়া আইডি দিয়ে অপপ্রচার থানায় জিডি
দোয়ারাবাজার প্রতিনিধি
ভুয়া ফেসবুক আইডি খুলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়াবাজারের ব্যাবসায়ী অর্জুন দেবনাথের বিরুদ্ধে নানা অপপ্রচার ও কটুক্তি করায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) দোয়ারাবাজার থানায় প্রতিকার চেয়ে একটি সাধারণ ডায়েরী করা হয় (ডায়েরী নং-২৯৯ )।
অর্জুন দেবনাথ বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য কে বা কারা আমার নাম মোবাইল নাম্বার ও ছবি ব্যবহার করে বিভিন্ন ভুয়া আইডি খুলে আমার বিরুদ্ধে নাজেহালমূলক কথা-বার্তা প্রচার করা হচ্ছে। এমনকি বিভিন্ন গ্রুপে আমার ছবি ও নাম্বার দিয়ে মানহানিকর পোস্ট করে যাচ্ছে যার কারনে আমি ও আমার পরিবার হুমকির মুখে আছি। তিনি আরো বলেন আমার নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে ধর্মীয় দাঙ্গা লাগাতে পারে তাই আইনি সহায়তা নিচ্ছি।
এছাড়াও মাহিয়া আক্তার, শিলা দাসসহ বিভিন্ন নামক ভুয়া আইডি খুলে একটি চক্র উদ্দেশ্য প্রণোদিত অনেকের মানহানি কর ব্যক্তিগত ছবি আপলোড করে ও কথাবার্তা লিখে প্রচারণা চালাচ্ছে। আমি আইনী প্রতিকার চেয়ে দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। প্রয়োজনে তথ্য ও প্রযুক্ত আইনের সহায়তা নেব।
এ ব্যাপারে জানতে চাইলে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, এ ব্যাপারে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।