ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের বিচারের দাবিতে শাবিতে মানববন্ধন
শাবিপ্রবি প্রতিনিধি
বিভিন্ন সময়ে আওয়ামীলীগ সরকার কর্তৃক ছাত্রদলের নেতাকর্মীদের উপর নির্যাতনের বিচারের দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল।
মঙ্গলবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মানববন্ধনে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাইম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মনির হোসেন।
ছাত্রনেতা মনির বলেন, “মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ১০ ডিসেম্বরকে মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু বিগত আওমীলীগের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীরা নানাভাবে হত্যা, নিযার্তন-নিপীড়নসহ নানা বৈষম্যের শিকার হয়েছে। যা স্পষ্টভাবে স্বাধীনভাবে একজন মানুষের বেঁচে থাকার অধিকারকে ক্ষুণ্ণ করে।”
“এ মানবাধিকার দিবসে আমরা দেশের অন্তবর্তীকালীন সরকার ও আন্তর্জাতিক মহলের কাছে আহবান জানাই, তারা যেন আওমীলীগের বিগত ১৬ বছরের দুঃশাসনের যথাযথ বিচারের ব্যবস্থা করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ছাত্রদলের যেসব নেতাকর্মীদের গুম করা হয়েছে তাঁদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে।”
এসময় আরও বক্তব্য রাখেন ছাত্রদল নেতা রাহাত জামান ও মারুফ বিল্লাহ। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মীদের মধ্যে প্রায় অর্ধশতাধিক কর্মী উপস্থিত ছিল।