প্রবাস যাত্রায় ইউনিয়নবাসীর ভালবাসায় সিক্ত তালুকদার গিয়াস উদ্দিন
বিশ্বনাথ প্রতিনিধি
ইউরোপের দেশ পর্তুগালে যাওয়ার আগে নিজ এলাকার মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজাগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি তালুকদার মো. গিয়াস উদ্দিন। তাকে প্রদান করা হয়েছে নাগরিক সংবর্ধনা।
শুক্রবার (২০ ডিসেম্বর) ‘বৃহত্তর রাজাগঞ্জ বাজার এলাকাবাসি’র ব্যানারে রাজাগঞ্জ বাজারেই আনুষ্ঠানিকভাবে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সৎপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ (অবঃ) মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে সময়ের শৈল্পিক প্রজ্জ্বলন ‘বাতিঘর’র সাবেক সভাপতি মুহা. গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন তালুকদার মো. গিয়াস উদ্দিন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের এডহক কমিটির সদস্য মোনায়েম খান, আলহাজ্ব লজ্জতুননেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবুল বশর মো. ফারুক, তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা এটিএম নুর উদ্দিন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক (অবঃ) মাওলানা আবুল ফজল মোহাম্মদ হোসাইন ও অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোহাম্মদ হোসাইন, সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছেহ, উপজেলা বিএনপির সদস্য আপ্তাব আলী, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সহসভাপতি শওকত মিয়া, ওমান সালালাহ বিএনপির সভাপতি দুলাল মিয়া।
অনুষ্ঠানে এলাকাবাসির পক্ষে বক্তব্য রাখেন রাজাগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আলী, আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়ার সাধারণ সম্পাদক কবি মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমান ও সিলেট জেলা জজকোর্টের আইনজীবী মাস-উদ হাসান।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন বৃহত্তর উত্তর বিশ্বনাথের মুফতি আব্দুল খালিক রহ. ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল লেইছ।
অনুষ্ঠানে সংবর্ধিত্ব ব্যক্তি তালুকদার মো. গিয়াস উদ্দিনকে আয়োজক কমিটি, রাজাগঞ্জ বাজার পরিচালনা কমিটি, উত্তর বিশ্বনাথ শাহী ঈদগাহ পরিচালনা কমিটি, রাজাগঞ্জ বাজার জামে মসজিদ পরিচালনা কমিটি, রাজাগঞ্জ বাজার দারুল ক্বোরআন হাফেজিয়া মাদ্রাসা, বেবী কেয়ার স্কুল, খাজাঞ্চী ইউনিয়ন যুবদল ও ছাত্রদল, মুফতি আব্দুল খালিক রহ. ফাউন্ডেশন, খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন, মোহাম্মদীয়া যুব সংস্থা জয়নগর, ইসলামী যুব সংস্থা তেলিকোনা, আন-নাজাহ্ ইসলামী যুব সংস্থা কান্দিগ্রাম, রাজাগঞ্জ বাজার সিএনজিচালিত অটোরিকশা চালকবৃন্দ, খাজাঞ্চী ইউনিয়ন ৬ নাম্বার ওয়ার্ডবাসি, সংগঠক কবির মিয়া, সেবুল মিয়া, সালেহ আহমদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষদিকে মোনাজাত পরিচালনা করেন সৎপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ (অবঃ) মাওলানা শফিকুর রহমান।