সুনামগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিকসিলেটের রাজু
দৈনিকসিলেট প্রতিবেদক
“আসছি একা যাইব একা ভেবে দেখ মনা, আমলনামা ছাড়া সঙ্গে কিছুই যাবে না, ভুলে যদি সুখে থাকো ভুলিয়া যাইও, কে কয় পীড়িত ভালা, পীড়িতে যে আছে দারুণ জ্বালাসহ অসংখ্য আধ্যাত্মিক-ফোক গানের রচয়িতা সাংবাদিক গীতিকার-সুরকার ও সংগীতশিল্পী রাজু আহমেদ রমজান। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২য় বারের আর্থিক অনুদানপ্রাপ্ত পেশাদার এই সাংবাদিক।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য রাজু দেড়যুগের সাংবাদিকতায় ইতিপূর্বে কাজ করছেন শীর্ষস্থানীয় বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে। দেশের গন্ডি ফেরিয়ে ২০১৮ সালে ঢাকা টাইমস অনলাইন নিউজ পোর্টালে মালয়েশিয়া প্রতিনিধি হিসেবেও দায়িত্বপালন করেন তিনি। পরবর্তীতে ২০২০ সালে স্বদেশে এসে জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন, দৈনিকসিলেট ডটকম ও বাংলা খবর বিডির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে অর্পিত দায়িত্বপালন করে আসছেন আদর্শিকভাবে।
সুনামগঞ্জ প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪ এ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ব্যালট ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। গত ২১ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাজু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২০ ভোট।
জানা গেছে, বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুদানপ্রাপ্ত গানের সম্রাট বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ এর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজু তাহিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্বপালন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে সভাপতি পদে রাজুকে দায়িত্ব প্রদান করেন সংশ্লিষ্টরা।
তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের শ্রীপুর (উত্তর) গ্রামের মৃত মহরম আলীর ছেলে গীতিকার-সুরকার আধ্যাত্মিক-ফোক গানের রচয়িতা পেশাদার এই সাংবাদিক। এদিকে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হওয়ার খবরে রাজুকে অভিনন্দন জানিয়েছে দৈনিকসিলেট ডটকম পরিবারসহ অনেকে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৫ জুন আমরাও গাইতে পারি এই শ্লোগান নিয়ে “টাঙ্গুয়া হাওর শিল্পী গোষ্ঠী” নামে একটি সাংস্কৃতিক সংগঠন তৈরি করেন সাংবাদিক রাজু। যার নাম পাল্টে পরবর্তীতে “হাওর বাংলা শিল্পী গোষ্ঠী” নামকরণ করা হয়। এ সংগঠনের প্রতিষ্ঠাতা রাজু আকষ্মিকভাবে প্রবাসে চলে গেলে ঝিমিয়ে পড়ে কার্যক্রম। স্বদেশে ফিরে চাঙ্গা করে তুলেন হাওরপাড়ের শিল্পীদের এ সংগঠন।