বিশ্বনাথে হিলফুল ফুযুল ইসলামী সংস্থা নোয়াগাঁওয়ের তাফসীর মাহফিল সম্পন্ন
সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ থেকে
সিলেটের বিশ্বনাথে হিলফুল ফুযুল ইসলামি সংস্থা নোয়াগাঁওয়ের তাফসীর মাহফিল সম্পন হয়েছে। সোমবার উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম সংলগ্ন মাঠে বাদ যোহর থেকে মধ্য রাত পর্যন্ত এ তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়।
জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদ মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা আরজুমন্দ আল জালালী ও হিলফুল ফুযুল ইসলামি সংস্থার সভাপতি ক্বারী ফজলুর রহমানের যৌথ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির পেশ করেন হযরত মাওলানা ফজলুর রহমান খান।
প্রধান মেহমান হিসেবে তাফসির পেশ করেন মাওলানা মুফতি আনিছুর রহমান আশরাফী।বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করেন মুফতি মঞ্জুর রশীদ আমিনী।
এছাড়াও তাফসির পেশ করেন মুফতি সাইফুর রহমান সাইফী, মাওলানা রশীদুর রহমান চৌধুরী, মাওলানা আরিফ বিল্লাহ ও জামাল আহমদ।