সুনামগঞ্জে বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন হয়েছে। নতুন বছরে পা রাখার গৌরবময় সময়টাকে স্মরণীয় করে রাখতে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চ্যানেলটির জেলা প্রতিনিধি কর্ণবাবু দাস। সুনামগঞ্জ প্রেসক্লাব হলরুমে শুক্রবার বেলা ১১টায় বর্ষপূর্তি উদযাপন হয় কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে।
টেলিভিশন চ্যানেল ৭১-এর জেলা প্রতিনিধি, ঐতিহ্যবাহী সুনামগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ শহীদনুর আহমেদ এর পরিচালনায় সভায় বক্তব্য দেন উপস্থিতিগন। সুনামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল, সহ-সভাপতি রওনক আহমদ বখত, সাধারণ সম্পাদক মাসুম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক গীতিকার সংগীতশিল্পী রাজু আহমেদ রমজান, কার্যনির্বাহী সদস্য আনোয়ারুল হক, ঝুনু চৌধুরী, মাহবুবুর রহমান পীর, একে কুদরত পাশা, সাংবাদিক এমরানুল হক চৌধুরী, শামছুল কাদির মিসবাহ, ফরিদ মিয়া, গণপূর্ত অধিদপ্তর উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, মানবাধিকারকর্মী নুরুল হাসান আতাহার, প্রয়াত আবুল কালাম আজাদ স্মৃতি পরিষদের সভাপতি হাজি মো. আবু সাঈদ, সাংবাদিক আব্দুল বাছির, এম.আর সজিব, মোহাম্মদ নূর, তানভীর হোসেনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য দেন।
বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার-প্রকাশে বৈশাখী টেলিভিশনের নিরেপক্ষতা শতভাগ এমন ভুয়সী প্রশংসা করে বক্তাগন বলেছেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও সংবাদ প্রকাশে অগ্রণী ভূমিকা রেখেছে দেশের শীর্ষস্থানীয় টিভি চ্যানেল বৈশাখী পরিবার। ফলে সবশ্রেণীর দর্শকের অনেকটা প্রিয় প্রচার মাধ্যম বৈশাখী। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে ও নব উদ্যমে অনুষ্ঠান আর বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার অব্যাহত থাকবে বৈশাখী এ প্রত্যাশা বক্তাগনের। সভা শেষে আনন্দঘন মুহূর্তে কেক কেটে ও ফুলেল শুভেচ্ছা দিয়ে চ্যানেলটির প্রতিনিধিকে সিক্ত করেন সহকর্মী ও অতিথিবৃন্দ। উল্লেখ্য, দেশীয় সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু করে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল বৈশাখী।