জাদিমুড়া পাহাডড়ের অপহৃত ১৮ জনের মুক্তি
দৈনিকসিলেট ডেস্ক
কক্সবাজারের টেকনাফ জাদিমুড়া পাহাড় থেকে অপহৃত ১৮ জন শ্রমিককে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়। তাদেরকে র্যাব-১৫ হেফাজতে রাখা হয়েছে।
সোমবার সকালে অপহৃতরা জাদিমুড়া পাহাড়ে বন বিভাগের শ্রমিক হিসেবে চারা রোপণের কাজে যান।
এ সময় তাদের অপহরণ করে পাহাড়ের গহিনে নিয়ে যায় সন্ত্রাসীরা।
র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, অপহৃতদের উদ্ধার করতে সোমবার থেকে র্যাব ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে পাহাড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে অপহরণকারীরা ১৮ জন শ্রমিককে ছেড়ে দেয়। তারা অক্ষত অবস্থায় র্যাব হেফাজতে রয়েছেন।
এর আগে দুপুরে ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. নুরুল ইসলাম বলেন, পাহাড়ে বন বিভাগের কাজে নিয়োজিত ১৮ জন শ্রমিককে অপহরণ করে দুর্বৃত্তরা। তাদের উদ্ধারে র্যাবসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা পাহাড়ে অভিযান পরিচালনা করেন।
অপহরণকারীরা মঙ্গলবার সন্ধ্যার দিকে ১৮ জন শ্রমিককে ছেড়ে দেয়। তবে শ্রমিকদের পক্ষ থেকে কোনো মুক্তিপণ দেওয়া হয়নি।
তিনি আরো বলেন, ১৮ জন শ্রমিককে অপহরণের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজন আটক আছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।