সিলেটে ১৮ লাখ টাকার ভারতীয় কমলার চালান জব্দ
দৈনিকসিলেট ডটকম
সিলেটে অবৈধভাবে ভারত থেকে আনা কমলার (কেনু) বিশাল চালান জব্দসহ দুজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে শাহপরান থানাধীন মুরাদপুর পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কমলাভর্তি ট্রাক আটক করা হয়।
আটকরা হলেন- রাজশাহী জেলার দামকুঁড়া থানার জালালপাড়া গ্রামের নৌশাদ আলীর ছেলে মাসুদ রানা (৩৩) এবং একই জেলার কাশিয়াডাঙ্গা থানার হরিপুর গ্রামের নাদের আলীর ছেলে জুয়েল বাবু (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদরে ভিত্তিতে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের তদারকিতে শাহপরান (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নি.) মো. সানাউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযান চালান। এ সময় ভারতীয় কমলা (কেনু) ভর্তি ট্রাকসহ দুজনকে আটক করা হয়। জব্দকৃত ৫১৬ ক্যারেট কমলার বাজার মূল্য প্রায় ১৮ লাখ ১১ হাজার ১৬০ টাকা।
সিলেট মহানগর পুলিশের (এমএমপি) মিডিয়া কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।