সহকারী শিক্ষা উপদেষ্টার সাথে শাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের মতবিনিময়
শাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলামের সঙ্গে মতবিনিময় সভা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সংবাদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবনসহ ক্যাম্পাস সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সমস্যা ও সম্ভাবনার নানাদিক নিয়ে উপদেষ্টার সঙ্গে আলোকপাত করেন বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসে উদ্বুদ্ধ সংগঠনটির নেতারা।
সংগঠনটির সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে ভালো সম্পর্ক থাকা অতীব প্রয়োজনীয়। শিক্ষকদের কোন একটা অংশকে এড়িয়ে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সাফল্য অর্জন অসম্ভব। তাই যে কোন প্রতিষ্ঠান পরিচালনায় ব্যক্তিগত বা দলীয় স্বার্থ পরিহার করে প্রাতিষ্ঠানিক সাফল্যকেই প্রাধান্য দেওয়া উচিত।
সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ মো. আতিকুল হক বলেন, “গবেষণা শিক্ষকদের মৌলিক কাজ। কিন্তু অধ্যাপক হওয়ার পরই অনেক শিক্ষকদের মধ্যে তার কোন প্রতিফলন দেখা যায় না। এছাড়া গবেষণায় সাফল্যের জন্য পর্যাপ্ত বাজেটের পাশাপাশি এ বাজেটের সুষম বণ্টন, ব্যক্তিগত ও দলীয় স্বজনপ্রীতি পরিহার করে গবেষণা কার্যক্রম পরিচালনা বেশ জরুরী। এজন্য গবেষণার ক্ষেত্রে মন্ত্রণালয় বা মঞ্জুরি কমিশন থেকে যথাযথ সহায়তা পেলে গবেষকরা উৎসাহের সাথে কাজ করতে পারবে। একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা পরিবেশ ভাল না হলে সেটি ওই বিশ্ববিদ্যালয়ে র্যাংকিংয়ে নেতিবাচক প্রভাবও ফেলবে।”
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হক, অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মোরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য অধ্যাপক খালিদুর রহমান প্রমুখ