সিলেটে ২৭৮ বস্তা চোরাই চিনি জব্দ, ট্রাকসহ চালক গ্রেফতার

দৈনিকসিলেট ডটকম
সিলেটে বালুচাপা দিয়ে পরিবহনের সময় ২৭৮ বস্তা চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মখলিছুর রহমানকে (৩৬) গ্রেফতার করা হয়।
রবিবার (২ ফেব্রুয়ারি) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে শাহ পরাণ থানার মুরাদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, চোরাই চিনির সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চেকপোস্টে বালুবোঝাই একটি ট্রাক থামে। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বালুচাপা দিয়ে রাখা ২৭৮ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়। শনিবার রাত আড়াইটা থেকে ৪টা পর্যন্ত এ অভিযান চলে। ট্রাকে বালুর স্তর সরিয়ে ২৭৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ১৩ হাজার ৯০০ কেজি চিনি রয়েছে। বাজারদর অনুযায়ী চিনির মূল্য ১৬ লাখ ৬৮ হাজার টাকা। চোরাই চিনির সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়।
এতে আরও বলা হয়, গ্রেপ্তার ট্রাকচালক মখলিছুর রহমান পুলিশকে জানিয়েছে, চোরাই চিনির মালিক জৈন্তাপুরের হরিপুর গ্রামের হারুন (৩০)। ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে চিনি এনে তা স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশে পরিবহন করা হচ্ছিল।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহ পরাণ থানায় মামলা করে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।