ফেসবুক পোস্ট নির্দিষ্ট বন্ধুদের থেকে লুকানোর সহজ উপায়

তথ্য প্রযুক্তি ডেস্ক
ফেসবুকে প্রতিদিনের জীবনের নানা মুহূর্ত, ছবি কিংবা ভিডিও শেয়ার করা এখন অনেকের অভ্যাস। তবে বিভিন্ন কারণেই আমরা চাইনা বন্ধুতালিকায় থাকা সবাইকে পোস্ট দেখাতে মন চায় না। কখনো পরিবারের ব্যক্তিগত ছবি বা তথ্য সহকর্মীদের কাছে চলে যায়, আবার কখনো স্বল্প পরিচিতদের কারণে অস্বস্তি তৈরি হয়। তবে তাদের বন্ধুতালিকা থেকে বাদ দিতে না চাইলেও সমাধান রয়েছে। ফেসবুকের গোপনীয়তা সেটিংস ব্যবহার করে আপনি সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন কে আপনার পোস্ট দেখবে।
ইন্ডিয়া টুডে থেকে জানা যায়, খুব সহজে চাইলে কয়েকটি ধাপ অনুসরণ করলেই আপনার ফেসবুক পোস্ট কিছু মানুষের সামনে আর আসবে না। এ জন্য প্রথমে ফেসবুক অ্যাপে গিয়ে প্রোফাইল আইকনে ট্যাপ করুন। এরপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ বেছে নিয়ে ‘সেটিংস’ অপশনে যান। সেখান থেকে ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’ বিভাগে প্রবেশ করে ‘পোস্ট’ নির্বাচন করুন। এবার ‘হু ক্যান সি ইয়োর ফিউচার পোস্টস’ অপশনে ক্লিক করলে পাঁচটি বিকল্প দেখা যাবে: ‘পাবলিক’—সবাই দেখতে পারবে; ‘ফ্রেন্ডস’—শুধু বন্ধুরা দেখবে; ‘ফ্রেন্ডস এক্সসেপ্ট’—নির্দিষ্ট কিছু বন্ধুকে বাদ দিয়ে বাকিরা দেখবে; ‘স্পেসিফিক ফ্রেন্ডস’—শুধু নির্বাচিত বন্ধুরা দেখবে; এবং ‘অনলি মি’—কেবল নিজে দেখতে পারবেন।
কাউকে পোস্ট থেকে বাদ দিতে চাইলে ‘ফ্রেন্ডস এক্সসেপ্ট’ বেছে তাদের নাম লিখুন। আবার শুধু কয়েকজনকে দেখাতে চাইলে ‘স্পেসিফিক ফ্রেন্ডস’ নির্বাচন করে তাদের নাম যোগ করুন। এভাবে আপনার পোস্টের নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে।