কুম্ভমেলায় স্বামীকে ‘ডিজিটাল গোসল’ করালেন স্ত্রী, ভিডিও ভাইরাল

দৈনিকসিলেট ডেস্ক :
ভারতের প্রয়াগরাজে চলা মহাকুম্ভ মেলা শেষ হচ্ছে আজ। এক মাস ধরে চলা এই কুম্ভমেলার নানা ঘটনা ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। নানা ধরনের ঘটনা উঠে এসেছে সেই সব ভিডিওতে। এবার দেখা গেল, কুম্ভমেলায় স্বামীকে ডিজিটাল গোসল করানোর চিত্র।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় স্বামীকে ডিজিটাল গোসল বা পবিত্র গোসল দেওয়ানোর উদ্ভট চেষ্টা করছেন এক নারী। সামাজিক মাধ্যমে দেখা যায়, এক নারী হাতে একটি ফোন ধরে দ্রুত সঙ্গমের পানি নামছেন। সেই ফোনে ভিডিওকলে যুক্ত ছিলেন তার স্বামী। ওই নারী সেই ফোন নিয়ে কয়েকবার পানিতে ডুবিয়ে দেন।
ফোনের স্ক্রিনে তার স্বামীকে দেখা যাচ্ছে যিনি তার বিছানায় আরাম করে বসে আছেন। ওই নারী হেসে ক্যামেরার দিকে স্ক্রিন দেখান এবং পুরো ফোনটি গঙ্গার পানিতে ডুবিয়ে দেন। শেষবারের মতো ফোনটি পানি থেকে বের করে পানি ঝেড়ে ফেলেন। যদিও ডিভাইসটি শেষ পর্যন্ত অক্ষত ছিল বলেই জানা গিয়েছে।ভিডিওটি শেষ হওয়ার আগে দৃশ্যটি এক সেকেন্ডের জন্য আটকে যায়।
ইনস্টাগ্রাম ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওটি দেখে চমকে গিয়েছেন অনেকেই। একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘তাকে তার পোশাক পরিবর্তন করতে এবং চুল ভাল করে শুকিয়ে নিতে বলুন, অন্যথায় ঠান্ডা লেগে যাবে। অন্য একজন ব্যবহারকারী বলেছেন, ‘ভারতে সাধারণ জ্ঞান এত সাধারণ নয়’।
কয়েকদিন আগেই প্রয়াগরাজের এক উদ্যোক্তা মহাকুম্ভে যেতে না পারা মানুষদের ‘ডিজিটাল গোসল’ দেওয়ার জন্য ভাইরাল হয়েছিলেন।
তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো ছবি সংগ্রহ করেন, সেগুলো প্রিন্ট করেন এবং ভক্তদের পক্ষ থেকে সঙ্গমে জনপ্রতি ১১০০ টাকায় বিসর্জন দেন।মহাকুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সমাবেশ যা আজ (২৬ ফেব্রুয়ারি) শেষ হতে চলেছে।