রমজানকে স্বাগত জানিয়ে বড়লেখায় জামায়াতের মিছিল

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পৌর শহরের দক্ষিণবাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়৷ সমাবেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
রমজানের পবিত্রতা রক্ষা প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের পরিচালনায় স্বাগত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়সল আহমদ, নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন ও ছাত্রশিবিরের বড়লেখা শহর শাখার সভাপতি হুমায়ুন কবির সাজু প্রমুখ।
পথসভায় জামায়াতের আমীর এমাদুল ইসলাম পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান। উপজেলা আমীর বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। এ মাসের সঠিক মর্যাদা রক্ষা করতে হলে সকলকে ত্যাগ ও ধৈর্যের সাথে ইবাদতে মনোযোগী হতে হবে। রমজানের পবিত্রতা অক্ষুণ্ন রেখে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান তিনি।
বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা মাহে রমজানের সম্মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। বর্তমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার নাগালে আনতে বাজার নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এছাড়া মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখাসহ অশ্লীলতা, বেহায়াপনা, অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান বক্তারা।