দেশব্যাপী শাবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু

শাবিপ্রবি প্রতিনিধি
দেশের বিভাগীয় ৫টি কেন্দ্রে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত বি ইউনিটের এবং বেলা আড়াইটা থেকে ৪টা পর্যন্ত এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পরীক্ষায় বি ইউনিটে ২৯ হাজার ১১৬ জন ভর্তিচ্ছু ও এ ইউনিটে ৫৬ হাজার ৫৮ জন ভর্তিচ্ছু পরীক্ষা দিবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি।
এতে আসন প্রতি লড়ছেন আসন প্রতি লড়ছেন ৫৫ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি জানান, ভর্তি পরীক্ষায় এ ইউনিটে শাবিপ্রবি কেন্দ্রে ৬ হাজার ২৭০ জন, ঢাকা বিশ্ববদ্যিালয়ে ৩৪ হাজার ৩৬৯, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ১২, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৭৮০ ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৬২৭ জনসহ ওই ইউনিটে সর্বমোট ৫৬ হাজার ৫৮ জন আবেদনকারী অংশগ্রহণ করবেন। এ ছাড়া এ-২ (স্থাপত্য) ইউনিটের ভর্তি ১ হাজার ২৪২ জন শাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষা দেবেন। অন্যদিকে বি ইউনিটে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) শাবিপ্রবি কেন্দ্রে ৬ হাজার ৯৮৩ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৬৩৬, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৫৬, যবিপ্রবিতে ৩ হাজার ১৪ ও সিভাসুতে ১ হাজার ৪২৭ জনসহ মোট ২৯ হাজার ১১৬ জন আবদেনকারী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে।
ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, “আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি যাতে পরীক্ষার্থীরা কোনো ধরনের সমস্যার মুখোমুখি না হন। ভর্তি পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা কেন্দ্রগুলোতে সকল ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে।”
“ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যে কোন ধরনের জালিয়াতি বা অনিয়ম থেকে মুক্ত রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সজাগ রয়েছে।”