রমজানে সৌদিতে ১৭ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার

দৈনিকসিলেট ডেস্ক :
পবিত্র রমজানের শুরুতে সৌদি আরবে গত এক সপ্তাহে ১৭ হাজার ৩৮৯ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব গ্রেপ্তার একাধিক অপরাধে জড়িত থাকার কারণে করা হয়, যার মধ্যে রয়েছে আবাসিক আইন, সীমান্ত নিরাপত্তা এবং শ্রমআইন লঙ্ঘন।
রবিবার (২ মার্চ) সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ১০ হাজার ৩৯৭ জন আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ১২৮ জন অবৈধভাবে সীমান্ত পার এবং ২ হাজার ৮৬৪ জন শ্রমআইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হয়েছেন।
অন্যদিকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৪৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৫৬ শতাংশ ইথিওপিয়ান, ৪১ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এ ছাড়া ১০৪ জনকে সৌদি আরব থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়েছে এবং ১৫ জনকে পরিবহন আইন লঙ্ঘন করার কারণে আটক করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করে বা পরিবহন এবং আশ্রয় দেয়, তবে তার ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। একই সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।
এত বড়সড় গ্রেপ্তার অভিযানের পর সৌদি কর্তৃপক্ষ অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সংকল্প ব্যক্ত করেছে। সূত্র: আরব নিউজ