এশিয়ান টেলিভিশনের বড়লেখা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আফজাল হোসেন রুমেল

বড়লেখা প্রতিনিধি:
দেশের স্বনামধন্য জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনে দীর্ঘদিন কাজ করার পর গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) আনুষ্ঠানিকভাবে বড়লেখা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আফজাল হোসেন রুমেল।
এশিয়ান টেলিভিশনের গুলশানস্থ অফিসে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রতিনিধি হিসেবে তাকে সরাসরি নিয়োগপত্র প্রদান করেন এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হেড অফ ক্রাইম শাফি উদ্দিন আহমদ।
দীর্ঘদিন থেকে আফজাল হোসেন রুমেল বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ও প্রিন্ট মিডিয়ায় উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি বর্তমানে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ, দৈনিক কাজিরবাজার, আমার সিলেট টোয়েন্টিফোর ডটকম, সিলেট প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম, পাথারিয়া কন্ঠ ও এআর টিভিতে কর্মরত রয়েছেন।
এর আগে তিনি সরকার অনুমোদিত বাংলাদেশ প্রেসক্লাব বড়লেখা শাখার সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা শাখার কার্যনির্বাহী সদস্য, আল ইক্বরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দোহালিয়া যুগ্ম সাধারণ সম্পাদক এবং এর পাশাপাশি দক্ষিণভাগ বাজারে তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কর্মক্ষেত্রে সকলের সহযোগিতা কামনাসহ যেকোন প্রয়োজনে তার সাথে যোগাযোগ (০১৭৫৩২৩৬১১০) করার জন্য তিনি বিনীত আবেদন করেন।