সৌহার্দপূর্ণ পরিবেশে শাবিপ্রবিতে গণ ইফতার কর্মসূচি পালিত

শাবিপ্রবি প্রতিনিধি
সৌহার্দপূর্ণ পরিবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গণ ইফতার কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২ মার্চ) ১ম রমজানে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট এইড সাস্টের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গণ ইফতার কর্মসূচিতে সংগঠনটির সভাপতি শাকিল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক এছাক মিয়া, বিশেষ অতিথি হিসেবে সংগঠনটির উপদেষ্টা ও সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।
এসময় হাজারো রোজাদার শিক্ষার্থীদের সামনে ইসলামী সংগীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের ‘অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ’র সদস্যরা। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান।
সংগঠনটির সভাপতি শাকিল মাহমুদ বলেন, গতবছর আমাদের বিশ্ববিদ্যালয়ে ইফতার আয়োজনের উপর নিষেধাজ্ঞা দেয় তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রশাসন। যার প্রতিবাদ জানিয়ে সাস্টিয়ানরা সবাই মিলে গণ ইফতার কর্মসূচি পালন করে। সবাই মিলে ইফতার করার সাথে শুধু আমাদের ধর্মীয় বিষয় জড়িত নয়, এটা বাঙালির হাজার বছরের সংস্কৃতি।
এ সময় গণ ইফতারে অংশ নেওয়ায় সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনাদের সহযোগিতা পেলে সামনের বছরগুলোতে আমরা আরও বৃহৎ পরিসরে এসব কর্মসূচি আয়োজন করতে পারব।
প্রসঙ্গত, গতবছর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ইফতার মাহফিল আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে তৎকালীন প্রশাসন। যার প্রতিবাদে ক্যাম্পাসের অভ্যন্তরেই গণ ইফতার কর্মসূচি পালন করেছিল সাধারণ শিক্ষার্থীরা।