যে কারণে বন্ধ হয়ে যাবে স্কাইপ

দৈনিকসিলেট ডেস্ক
দুই দশকের বেশি সময় ধরে চলা স্কাইপ বিদায় নেবে এবার। বহু পুরনো এই ভিডিও কলিং প্ল্যাটফরম এবার বন্ধ হয়ে যাবে। মাইক্রোসফট এখন থেকে টিমস প্ল্যাটফরমকে (Microsoft Teams) এগিয়ে নেবে বলেই জানা গেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ মে থেকে এই স্কাইপ অ্যাপ্লিকেশনে আর কাজ করা যাবে না।
একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে স্কাইপ (Skype) জানিয়েছে, ‘আমাদের বিনা মূল্যের ভোক্তা সংযোগের অফারগুলোকে স্ট্রিমলাইন করার জন্য এবং আমরা যাতে গ্রাহকের চাহিদার সঙ্গে আরো খাপ খাইয়ে নিতে পারি, সে জন্য ২০২৫ সালের মে মাসে আমরা স্কাইপ থেকে অবসর নেব। মাইক্রোসফট টিমসের পক্ষ থেকে আধুনিক যোগাযোগব্যবস্থার ওপর ফোকাস করব।’
একটি অফিশিয়াল ব্লগ পোস্টে এই ঘোষণা করেছে মাইক্রোসফট। সংস্থাটি আরো জোর দিয়ে জানিয়েছে, এখন যে যে গ্রাহকরা স্কাইপ ব্যবহার করছেন, তাদের মাইক্রোসফট টিমসে স্থানান্তরিত করা হবে।এমনকি তাদের ডেটাও স্থানান্তরিত করে দেওয়া হবে।
মাইক্রোসফট আগামী ৩ মাসের মধ্যে স্কাইপ থেকে টিমসে ধীরে ধীরে রূপান্তর করার পরিকল্পনা করছে। টিমস চালু হওয়ার পর থেকে মাইক্রোসফট সংস্থা এই বদলকে উৎসাহ দিয়ে এসেছে। এবারের ব্লগ পোস্টে মাইক্রোসফট জানিয়েছে, টিমস ও স্কাইপ উভয় প্ল্যাটফরমই অনেকগুলো ফিচার্স একই রকম রেখেছে।তবে টিমসে আরো অনেক বেশি পরিষেবা পাবেন গ্রাহকরা।
স্কাইপ থেকে টিমসে এই রূপান্তরকে সহজতর করার জন্য মাইক্রোসফট জানিয়েছে, স্কাইপ ব্যবহারকারীরা যেকোনো সাপোর্টেড ডিভাইসে মাইক্রোসফট টিমসে লগইন করতে পারবেন। আর সেখানে বর্তমান ক্রিডেনশিয়াল দিয়েই লগইন করা যাবে। স্কাইপ ব্যবহারকারীরা টিমসে ওয়ান টু ওয়ান কিংবা গ্রুপ কলিং করতে পারবেন, মেসেজ পাঠানো, ফাইল শেয়ারিং, মিটিং হোস্ট করা, ক্যালেন্ডার পরিচালনা এবং কমিউনিটিতে যোগ দেওয়ার কাজ করতে পারবেন অনায়াসে।
মাইক্রোসফটের ব্লগ পোস্টে জানানো হয়েছে, ‘স্কাইপ থেকে টিমসে রূপান্তরের সময় স্কাইপে কল বা চ্যাট করতে পারবেন।
একইভাবে টিমস ব্যবহারকারীরাও স্কাইপ ব্যবহার করতে পারবেন।’
বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্কাইপের প্রতিদ্বন্দ্বী জুম, গুগল মিট ও সিসকো ওয়েবেক্স জনপ্রিয়তা কয়েক গুণ বাড়িয়ে নিতে পারলেও স্কাইপের জনপ্রিয়তা ক্রমে কমে গেছে। গত দেড় দশকে অ্যাপলের ফেসটাইম ও মেটার হোয়াটসঅ্যাপের মতো অ্যাপের কাছেও বাড়তি প্রতিযোগিতার মুখে পড়েছে স্কাইপ। সেই সঙ্গে মাইক্রোসফট টিমসে প্রচুর বিনিয়োগ করছে, যেখান থেকে প্রায় একই রকম পরিষেবা পাওয়া যায়।
মাইক্রোসফট ৮৫০ কোটি ডলারে স্কাইপ কিনে নেওয়ার ১৪ বছর পর সেবাটি বন্ধ হয়ে যাচ্ছে। এক ব্লগ পোস্টে মাইক্রোসফট ৩৬৫ সহযোগী অ্যাপস ও প্ল্যাটফরমের প্রেসিডেন্ট জেফ ট্যাপার বলেছেন, ‘স্কাইপ আধুনিক যোগাযোগ ব্যবস্থা তৈরি ও ব্যবহারকারীদের জন্য অসংখ্য প্রিয় স্মৃতি তৈরির মাধ্যমে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে পেরেছে। আর আমরা এই যাত্রার অংশ হতে পেরে সম্মানিত বোধ করি। টিমস নতুন যে সম্ভাবনা নিয়ে আসছে তা নিয়ে আমরা উচ্ছ্বসিত। নতুন ও অর্থপূর্ণ উপায়ে সংযুক্ত থাকতে আপনাকে সহায়তা করায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
২০০৩ সালে এস্তোনিয়ায় চালু হয় স্কাইপ। দ্রুতই এটি বিশ্বব্যাপী বিনা মূল্যে কল করার উপায় হিসেবে জনপ্রিয়তা পায়। প্রচলিত ফোনে আন্তর্জাতিক কল ব্যয়বহুল থাকার কারণে স্কাইপ ছিল অসম্ভব জনপ্রিয় বিকল্প। এর জনপ্রিয়তার কারণে ইবে ২০০৫ সালে এটি দুই শ ৬০ কোটি ডলারে কিনে নেয়। মাইক্রোসফট ২০১১ সালে এটি কেনার আগে ২০০৯ সালে ইবে স্কাইপ তার মালিকানার শতকরা ৬৫ ভাগ একটি বিনিয়োগ গ্রুপের কাছে এক শ ৯০ কোটি ডলারে বিক্রি করে দেয়।