দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বানিয়াচং প্রতিনিধি
হবিগঞ্জের জনপ্রিয় পত্রিকা দৈনিক হবিগঞ্জের জননী’র উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) হবিগঞ্জে সুপরিচিত রাসেল হাওর বিলাসে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় শুভেচ্ছা বক্তব্য দেন পত্রিকার বার্তা সম্পাদক মোহাম্মাদ শাহ আলম। এসময় উপস্থিত ছিলেন- পত্রিকার স্টাফ রিপোর্টার শাহেনা আক্তার, মো: মোজাম্মেল হক, নুরুজ্জামান রাজু, মো: জাহাঙ্গীর, হাফিজুর রহমান, শাহ আলম, নোমান মিয়া, মাধবপুর উপজেলা প্রতিনিধি শেখ ইমন আহমেদ, সোহাগ মিয়া, শামসুল হক, চুনারুঘাট প্রতিনিধি মো: ইব্রাহিম, জসীম মিয়া, নবীগঞ্জ প্রতিনিধি বাদল আহমেদ, শফিকুল ইসলাম নাহিদ, বাহুবল প্রতিনিধি জুবায়ের আহমেদ প্রমুখ।
এছাড়াও পত্রিকার জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিতি ছিলেন। এতে দোয়া পরিচালনা করেন মাধবপুর উপজেলার প্রতিনিধি শেখ ইমন আহমেদ।