মিরপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাহুবল প্রতিনিধি
মিরপুর প্রেসক্লাবের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ‘সম্মানিত শিক্ষকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) জাতির মেরুদন্ড শিক্ষা হলে, শিক্ষার মেরুদন্ড শিক্ষক” এই স্লোগান ধারণ করে ব্যতিক্রমী আয়োজনে মিরপুরস্থ ‘সানশাইন মডেল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এ ইফতার মাহফিল সম্পন্ন হয়।এতে মিরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ প্রায় শতাধিক শিক্ষক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিতঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার ওসি (অফিসার ইনচার্জ) জাহিদুল ইসলাম।একপর্যায়ে ইফতার মাহফিল টি শিক্ষক ও সাংবাদিকদের ‘মিলন মেলা’য় পরিণত হয়। আননন্দঘন পরিবেশে গতানুগতিক প্রথার বিপরীতে এমন ব্যতিক্রমী আয়োজন করায় উপস্থিত সকলেই আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।