পূর্ব জাফলং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থেকে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়ন শাখার উদ্যোগে শুক্রবার (২৮ মার্চ) বাদ মাগরিব আমীর মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কোরআন প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নাজিম উদ্দিন এর সভাপতিত্বে সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন ও শ্রমিক নেতা মাওলানা হেলাল আহমদ এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা শাখার সেক্রেটারি নিজাম উদ্দিন খান। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের গোয়াইনঘাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাষ্টার আবুল হোসেন, জেলা শাখার সাবেক সভাপতি সাংবাদিক আনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারী নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি আব্দুল মালেক, সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, সেক্রেটারী ইমরান আহমদ, যুব উপদেষ্টা ইমরুল হাসান, গোয়াইনঘাট প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও আলোকিত গোয়াইনঘাট এর সম্পাদক আমির উদ্দিন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মহসিনুল আলম, সেক্রেটারী হিফজুর রহমান, সেচ্ছাসেবদল নেতা সুলতান আহমদ, বিএনপি নেতা সিরাজ উদ্দিন, সাংবাদিক মিনহাজ মির্জা, সাইদুল ইসলাম, সমাজসেবী হিফজুর রহমান, ওলিউর রহমান, মীর হোসেন, ইব্রাহিম খলিল, সুহেল রানা, যুব নেতা সুহেল আহমদ মেম্বার, আরিফ আহমদ শ্রমিক নেতা এনামুল হক, উপজেলা কমিটির নেতা শাহীন আহমদ, স্বপন আহমদ, নুর হোসেন, পেশাজীবি নেতা প্রভাষক আব্দুর রাজ্জাক ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি সাকিব আহমদ, শরীফ নেতা, আবুল কালাম সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।