জেলা স্বেচ্ছাসেবক দলনেতা টিপুর যুক্তরাষ্ট্র গমণে বিদায় সংবর্ধনা

দৈনিকসিলেট ডেস্ক
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য হাসান হাফিজুর রহমান টিপুর যুক্তরাষ্ট্র গমণ উপলক্ষ্যে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার বিকেলে নগরী মুসলিম সাহিত্য সংসদের হলরুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-কোষাধ্যক্ষ জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, মহানগর যুবদলের সহ-সভাপতি নজরুল ইসলাম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, টিটন মল্লিক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন ও সংবর্ধিত সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য হাসান হাফিজুর রহমান টিপু।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন।
সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে হাসান হাফিজুর রহমান টিপুর ভূমিকা ছিল প্রশংসনীয়। দায়িত্বশীল অনেক নেতারা যখন দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তখন টিপুর মতো সাহসী দেশ ও দল প্রেমিকরা জীবনের মায়া ত্যাগ করে রাজপথে আমাদের সাথে থেকে লড়াই করেছে। টিপুর প্রবাস জীবনের সফলতা কামনা করে তিনি বলেন, সেখানে থেকেও টিপু দেশ ও দলের ভূমিকা রাখবে এটা আমাদের বিশ্বাস।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ তার বক্তব্যে বলেন, স্বেচ্ছাসেবক দলনেতা টিপুর প্রবাস যাত্রায় যে শূন্যতা তৈরী হবে তা সহজে পূরণ হবার নয়।