জামালগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ নারী আ-ট-ক

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জে দুটি বসত ঘরে তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পাশের ঘরে থাকা মাদক বিক্রেতা হাফিজুর রহমান নামের ব্যক্তি টের পেয়ে পালিয়ে যায়।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শামীমসহ সঙ্গীয় ফোর্স উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রামনগর গ্রামে হাফিজুর রহমান ও অঞ্জনার পিত্রালয়ের দুটি বসতঘরে অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত নারী অঞ্জনা (২০) সাচনাবাজার ইউনিয়নের রামনগর গ্রামের ইয়াছিন মিয়ার মেয়ে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবর পেয়ে রামনগর গ্রামে আসামীর বসতঘরে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ১ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।