গবেষণা ও উদ্ভাবনকে সুরক্ষা দিতে মেধাস্বত্ব গুরুত্বপূর্ণ: ড. রাগীব আলী

দৈনিকসিলেট ডটকম
দৈনন্দিন জীবনের উপরে মেধাসম্পদের কৃতিস্বত্ব (পেটেন্ট), কপিরাইট, ট্রেডমার্ক এবং ডিজাইনের বিষয়ে সজাগ করার মূল উদ্দেশ্যে এবং সেই সঙ্গে সৃষ্টিশীল প্রতিভার অগ্রণী অবদানের বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করার অন্যতম উদ্দেশ্যে লিডিং ইউনিভার্সিটিতে পালিত হলো বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৫ (ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপারর্টি ডে-2025)।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় লিডিং ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলস (আইকিউএসি) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা পরবর্তী বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-১ এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও উদ্ভাবন অপরিহার্য, আর মেধাস্বত্ব সে উদ্ভাবনকে সুরক্ষা দেয় উল্লেখ করে সেমিনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, মানব সম্পদ তৈরির স্বপ্ন থেকেই তিনি শিক্ষা ও সাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। লিডিং ইউনিভার্সিটির সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে গবেষণা এবং উদ্ভাবনী কার্যক্রমকে আরো গতিশীল করার পরামর্শ দেন। সরকার এবং ইউজিসির নির্দেশনা অনুযায়ী শিক্ষকদেরকে গবেষণামূলক কাজে আরো মনোযোগী হওয়ার কথাও বলেন তিনি।
সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, গবেষণা ও উদ্ভাবনী কাজে মেধাস্বত্বের প্রয়োগ জরুরী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির জন্য গবেষণার বিকল্প নেই। আর এই গবেষণা কার্যক্রমে প্লেজারিজম প্রতিহত করতেই বিশ্ব মেধাস্বত্ব দিবস পালন করার উৎসাহ দিচ্ছে বাংলাদেশ সরকার এবং ইউজিসি। তাই শিক্ষা খাতেও মেধাস্বত্ব সঠিক প্রয়োগে আমাদেরকে নিশ্চিত করতে হবে। তিনি উপমহাদেশের প্রখ্যাত দানবীর লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলীর দক্ষ মানব সম্পদ তৈরির স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে একযোগে কাজ করার আহবান জানান। সেইসাথে লিডিং ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো বিশ্ব মেধাস্বত্ব দিবস পালন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৫ এর প্রতিপাদ্য হলো ‘মেধাস্বত্ব এবং সঙ্গীত: মেধাস্বত্বের তাল অনুভব করুন’।
মেধাস্বত্ব অধিকার যেমন: পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, ডিজাইন ইত্যাদির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি উদ্ভাবন ও শিল্প-সাহিত্যকে কীভাবে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় সে বিষয়টি আলোচিত হয়
বিশ্ব আইপি দিবসে। এ দিবসে গবেষক এবং উদ্ভাবক তাদের কাজের জন্য স্বীকৃতি এবং পুরস্কৃত করার জন্য একটি সুষম আইপি ব্যবস্থার গুরুত্বের উপর জোর দেয় এবং নিশ্চিত করে যে সমাজ তাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী দক্ষতা থেকে উপকৃত হয়।
লিডিং ইউনিভার্সিটি কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন এবং কোয়ালিটি এসিউরেন্স সেলের পরিচালক ড. মো. রেজাউল করিমের উপস্থাপনায় সেমিনার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।
সেমিনারের টেকনিক্যাল সেশনে লিডিং ইউনিভার্সিটি কোয়ালিটি এসিউরেন্স সেলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার উপস্থাপনায় রিসোর্স পারসন হিসেবে বিশ্ব মেধাস্বত্ব (ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে) এর গুরুত্ব তুলে ধরে করণীয় বিষয়ে আলোকপাত করেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সেন্টার ফর রিসার্চ এন্ড ইনোভেটিভ স্টাডিজের উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি এসিউরেন্স সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল হামিদ। এতে লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়াসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।