রাজনগরে শিশু ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

রাজনগর প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগরের উততরভাগ চা বাগানে মান্না পাশি (২০) নামে যুবকের বিরুদ্ধে ১১ বছর বয়সী এক শিশুর ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় ওই শিশুকে চা বাগানের হসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শিশুটির পরিবার বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে। এনিয়ে চা বাগানে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তভাগ ইউনিয়নের উত্তরভাগ চা বাগানের কোনারাইনের বাসিন্দা ১১ বছর বয়সি একটি মেয়ে শিশু তাই ভাইকে খোজতে পার্শবর্তী মন্ডপ লাইনে যায়। মন্ডপ লাইনের বাদল পাশির ছেলে মান্না পাশি (২০) ওই শিশুটি ভাই তার ঘরে লুকিয়ে আছে বলে জানায়। এসময় শিশুটি মান্না পাশির ঘরে ঢুকলে ঘরে কেউ না থাকার সুবাদে আটকে ফেল। শিশুটির হাত পা বেধে মুখে কাপড়গুজে দিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। হঠাৎ একটি একটি শিশু ঘরে ডুকলে সে মান্না পাশি পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এসে আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে বাগানের হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি বাহিরে না জানানোর জন্য মান্না পাশি ও তার লোকজন বিষয়টি বাহিরে প্রকাশ না করার জন্য হুমকি দেয়। এদিকে বিষয়টি বাগানে ছড়িয়ে পড়লে উত্তজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গতকাল রবিবার রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উত্তরভাগ চা বাগানের সাবেক পঞ্চায়েত সভাপতি দিপক কৈরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনাটি জেনে পুলিশে খবর দিয়েছি। আহত শিশুটি আমাদের বাগানের হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব মোর্শেদ খান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। শিশুটির পরিবার থানায় লিখিত অভিযোগ দিচ্ছে। অভিযুক্ত মান্না পাশি পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।