গাজায় একদিনে ১৪৩ ফিলিস্তিনি নিহত
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা ও উদ্ধারকর্মীদের বরাতে আল-জাজিরা জানায়, শুক্রবার ( ১৬ মে) গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই গাজায় বেড়েছে ইসরায়েলের হামলার তীব্রতা।
আল-জাজিরার এই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের স্থল অভিযান শুরুর আগে বেড়েছে বিমান হামলা। দক্ষিণ গাজায় হামাস ও প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
বৃহস্পতিবার ( ১৫ মে) রাতে বোমা হামলায় খান ইউনিসে ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নারী ও শিশুসহ ৫৬ জন নিহত হয়েছেন।
অন্যদিকে জাবালিয়ায় প্রাণঘাতী হামলায় একটি স্বাস্থ্যকেন্দ্র ও নামাজের হলঘরে ১৩ জন নিহত হয়েছে বলে হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স এজেন্সি জানায়।
খান ইউনিসের রাস্তাগুলোতে মরদেহ নিয়ে দাফন করতে যাওয়া শোকাহত পরিবারের ভিড় দেখা যায়। শহরের বাসিন্দারা বলেন, প্রায় দুই মাস আগে ইসরায়েল আবার আক্রমণ শুরু করার পর থেকে এটাই শহরের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা।
এদিকে মধ্যপ্রাচ্যে সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরের ফলে গাজায় ইসরায়েলের আগ্রাসন সাময়িকভাবে হলেও থামবে বলে আশা করা হয়েছিল। তবে গত ৪৮ ঘণ্টার অবিরাম বোমাবর্ষণে গাজার সহিংসতা আরও বেড়ে গেছে। উপত্যকাটির পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ হয়ে গেছে। শয্যা ও চিকিৎসাসামগ্রীর অভাবে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। সূত্র: আল-জাজিরা