সুনামগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ
সুনামগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান পংকজ (৩৫) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ মে) বিকালে সুনামগঞ্জ পৌরসভার দক্ষিণ আরপিন নগর এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন পেশ্চিম তেঘরিয়া এলাকার বাসিন্দা মোঃ লিমন মিয়া (৩২) এবং দক্ষিণ আরপিন নগর এলাকার বাসিন্দা মোঃ শ্রাবনুজ্জামান (৩৪)।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান করেন জেলা ডিবির এসআই মোহাম্মদ আব্দুল বাতেন, এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাসসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা। অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে ৩৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।