তিতুমীর কলেজে সাংবাদিকদের ওপর হামলায় শাবি প্রেসক্লাবের নিন্দা
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
বুধবার (২৮ মে) শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।একইসঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।
বিবৃতিতে বলা হয়, গত ২৬ মে দুপুর সাড়ে ১২টার দিকে তিতুমীর কলেজ ক্যাম্পাসে হল খোলার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় হামলার শিকার হন দপ্তর সম্পাদক আমান উল্যাহ আলভী, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার, কার্যনির্বাহী সদস্য শফিক, সদস্য আল আমিন ও রাব্বি। এমনকি ছাত্রদলের নেতাকর্মীরা এসময় পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
শাবি প্রেসক্লাবের নেতারা বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধ করে দেশে ফ্যাসিবাদী প্রবণতা প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে। এটি শুধু সাংবাদিক সমাজ নয়, গোটা মুক্তচিন্তার পরিসরের জন্য হুমকিস্বরূপ।” এছাড়া তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্যদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক বলে দাবি করেন শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ।